বাংলাদেশে সাম্প্রদায়িকতার সেকাল একাল | লেখক- নবী হোসেন মাছুম, ঢাকা বিশ্ববিদ্যালয় | Provat Bangla tv
বাংলাদেশে সাম্প্রদায়িকতার সেকাল একাল Provat Bangla tv বাংলাদেশে সাম্প্রাদায়িকতার সেকাল একাল সর্বকালের সেরা নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার ইহুদি পরিচিতির কারণে নাৎসি আমলে জার্মানি, অস্ট্রিয়াসহ নাৎসি শাসিত সবগুলো অঞ্চলে তার লেখা নিষিদ্ধ করা হয়েছিলো। শুধু কি তাই? তার ও তার পরিবারের উপর নানা ধরনের নির্যাতন করা হলে আইনস্টাইন অবশেষে দেশ ও জার্মানির নাগরিকত্ব ছাড়তে বাধ্য হন। তারপর ১৯৪০ সালে মার্কিন নাগরিকত্ব গ্রহণের আগ পর্যন্ত প্রায় ৮ বছর তাকে শরণার্থী জীবনযাপন করতে হয়। আধুনিক পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার পথিকৃৎ ইটালিয়ান চিন্তাবিদ গ্যালিলিও গ্যালিলেই প্রচলিত গৎবাঁধা বিশ্বাসকে নস্যাৎ করে যখন বলেন- সূর্য পৃথিবীর চারদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। তখন তার এই তত্ত্বকে ধর্ম অবমাননার শামিল করে তাকে অপরাধী ও ধর্ম অবমাননাকারীর দায় দেয়া হয়। আর সক্রেটিসকে তো নকল ঈশ্বরের উপাসনা ও তরুণদের ভুল পথে পরিচালিত করার অভিযোগ মাথায় নিয়ে বিষপান করতে হয়েছিলো। একই ধাঁচের তিনজন ব্যক্তির জীবনাংশ এখানে উল্লেখ করার কিছু প্রাসঙ্গিকতা আছে। তাদের উদ্ভাবিত মৌলিক ও সত্য তত্ত্বগুলোর সুফল আমরা আ