রসিক মেয়র এর প্রতিবাদ, ভিত্তিহীন খবর প্রচার করে উন্নয়ন বাধাগ্রস্ত করা যাবে না. Provat Bangla tv


রসিক মেয়র এর প্রতিবাদ
ভিত্তিহীন খবর প্রচারের প্রতিবাদে রসিক মেয়রের সংবাদ সম্মেলনরংপুর সিটি করপোরেশনে নিয়মবহির্ভূত নিয়োগ ও প্রয়াত মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টুর আমলে নিয়োগ পাওয়া ১৭৭ জন কর্মচারী ছাঁটাই নিয়ে সময় সংবাদে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর সিটি করপোরেশন মেয়র।

আজ সকালে রংপুর সিটি করপোরেশনের হলরুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা একটি লিখিত বক্তব্য পাঠ করেন।
উক্ত বক্তব্যে তিনি বলেন-গত ১৭ ই আগস্ট বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় সংবাদের প্রতিবেদনে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি প্রচার করে ২ জনের প্রেক্ষিতে ১০ জনকে নিয়োগ দেয়ার অভিযোগ তোলা হয়েছে।এসময় মেয়র বলেন,সময় সংবাদের প্রতিবেদক আমাকে তার মোবাইল ফোনে ওই নিয়োগ বিজ্ঞপ্তি দেখিয়ে ২ জনেন বিপরীতে ১০ জনের নিয়োগ দেয়ার কথা বলে আমাকে ব্ল্যাকমেইল করে বক্তব্য নেয়া হয়েছে,যা প্রচারের পর স্পষ্ট হয়েছে।
এসময় তিনি আরো বলেন,গত ২১ আগস্ট প্রচারিত খবরে প্রয়াত মেয়রের আমলে নিয়োগ পাওয়া ১৭৭ জন কর্মচারীদের ছাঁটাই করার কথা বলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা।প্রকৃতপক্ষে সে সময় কিছু নিয়োগ প্রক্রিয়ায় অসঙ্গতি থাকায় প্রধান নির্বাহী কর্মকর্তাকে আহবায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।এ কমিটি ১৭৭ জনের নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি বলে তদন্ত প্রতিবেদন জমা দেয়।প্রচারিত প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে আমাকে এবং সিটি করপোরেশনেকে প্রশ্নবিদ্ধ ও আমার এবং কর্পোরেশনের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু,প্রধান নির্বাহী রুহুল আমিন মিয়া,নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও রংপুরে কর্মরত শতাধিক সংবাদকর্মী।

সংবাদ সংগ্রহ
ইয়াসির আরাফাত শুভ
নির্বাহী সম্পাদক
প্রভাত বাংলা টিভি         

Comments