ভাষা সৈনিক ও গণমানুষের নেতা মোহম্মদ আফজাল এর সর্বশেষ স্বাস্থ্য সংবাদ | Provat Bangla tv

ভাষা সৈনিক ও গণমানুষের নেতা 

মোহম্মদ আফজাল এর সর্বশেষ স্বাস্থ্য সংবাদ
--------------------------------------
মানবিকবোধ সম্পন্ন ও নির্ভীক নৈতিক মানুষ হিসেবে নিজেদের দাবি করেন যারা, তারা যে কোন পরিস্থিতিতে, যে কোন সময়ে নিঃসংকোচ ও নিঃসংশয় চিত্তে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার দৃঢ়তা রাখেন। তা যতই প্রতিবন্ধকতা ও বিপদসংকুল হোক না কেন। "গুড হেলথ হসপিটাল", "কারুপণ্য", "জনতার রংপুর" ও রংপুরের প্রগতিশীল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে জনাব মোহম্মদ আফজালকে শারিরীক সুস্থ করে তোলবার সর্বাত্মক সেই প্রচেষ্টার চ্যালেঞ্জটাই গ্রহণ করেছিল। আমরা প্রমাণ করতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের চেতনার উদ্দীপ্ত বাংলাদেশ পথ হারায়নি, যা ঘটেছে বা ঘটছে তা সাময়িক ভ্রান্তি। জননেতা মোহম্মদ আফজাল এর মত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকদের চেয়ে, এদেশে সম্মানিত বিশিষ্ট নাগরিক আর কারা হতে পারে? সারাদেশ কৃতজ্ঞতায় নুইয়ে পড়লেও তাঁদের ত্যাগ, তিতিক্ষার মূল্য ও প্রাপ্ত সম্মান ও মর্যাদা দেওয়া সম্ভব নয়। আমরা শুধু মুক্তিযুদ্ধ, গনতান্ত্রিক চেতনা ও শুভবোধ সম্পন্ন মানুষরা বিনম্র শ্রদ্ধায় জনাব আফজালের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা ও কৃতজ্ঞতা জানিয়েছি এই মর্মে যে, এদেশের ত্যাগী, নিঃস্বার্থ, গণ মানুষের নেতাদের বাংলাদেশ এখনও কৃতজ্ঞতায় স্মরণ করে ও রাখে।
আজ ২৫ আগষ্ট রাত পর্যন্ত "করোনা ডেডিকেটেড হসপিটাল " রংপুরের প্রাপ্ত সুত্রের সংবাদ অনুযায়ী জনাব মোহম্মদ আফজাল দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং দূর্বলতা কাটিয়ে উঠছেন। উনি একাকী উনার খাবার খেতে পারছেন এবং একাই কোন সাহায্য ছাড়াই বাথরুমে যেতে পারছেন। এর আগে দু'বার উনার করোনা টেস্ট এর ফলাফল পজেটিভ আসার পর, আজ আবার বিকেলে উনার করোনা টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আগামীকাল উনার করোনা টেস্ট নেগেটিভ আসে। উনি যেন সুস্থ ও স্বাভাবিকভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসেন।

সংবাদ সংগ্রহঃঃ
ইয়াসির আরাফাত শুভ
নির্বাহী সম্পাদক
প্রভাত বাংলা টিভি

copyright: Provat Bangla tv             

Comments