ফ্রান্স, গ্রীস, সাইপ্রাস ও ন্যাটোর সাথে তুরস্কের বিরোধ এর আসল রহস্য কি? ইয়াসির আরাফাত শুভ Provat Bangla tv


একশত বারো বছর পূর্বে ১৯০৮ সালে 
তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিল. 
"আমাদের সমস্যা অটোমান সুলতান 
আবদুল হামিদের সাথে, জনগণের সাথে নয়।"

সেই একই উক্তি পুনর্ব্যক্ত 
করলেন ২০২০ সালে ফ্রান্সের রাষ্ট্রপতি.
"আমাদের সমস্যা তুর্কি জনগণের সঙ্গে  নয়, 
এরদোগানের সাথে।"

সুলতান আবিদুল হামিদ উছমানি খেলাফতের একেবারে ছিন্নভিন্ন দুর্বল শেষ মুহুর্তে খলিফা ছিলেন।
খেলাফত ব্যবস্হা ধরে রাখাই ছিল তাঁর বড় চেলেন্জ।
কিন্ত বিশ্বাসঘাতকদের জন্য সম্ভব হয়নি।

আজও মুসলিম উম্মাহর কিছু খায়েন, মুনাফিকদের কারনে ইসলামী জনপদ পর্যদুস্ত, লুন্ঠিত।
রাজনৈতিক, অর্থনৈতিক, কুটনৈতিক ভাবে পরাজিত।
একের পর এক ঐতিহ্যবাহী রাজধানী গুলো শত্রুর হাতের মুঠোয় আবদ্ধ।নদীগুলো পানির পরিবর্তে মুসলমানদের রক্তে প্রবাহিত।নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মুসলমানদের পক্ষাবলম্বন করার কেহ নাই।

সেই কঠিন সময়ে যখন এরদোগান মজলূমের আশা ভরসা আস্হা ও আশ্রয়স্হলের  কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তখন ফ্রান্সের প্রেসিডেন্টের এরদোগান বিরোধী বক্তব্য আগুনে ঘি ঢালা ছারা কিছু নয়। 
আমরা জানি যে, আপনার সমস্যাটি শুধু এরদোগানের সাথে নয় বরং ইসলামী উম্মাহর সাথে।
 
মুসলিম উম্মাহর বিভিন্ন ইস্যু এবং বিশেষ ভাবে ফিলিস্তিনের ইস্যুতে দীর্ঘ ৭৬ বছর পর হলেও আজ বিশ্বাসঘাতকদের মুখোশ উন্মোচিত।
১১২ বছর আগে আমাদের পূর্বপুরুষরা 
যে ভুলটি করেছিলেন তা আমরা করবো না ইন শাআল্লাহ। 

কলমে
ইয়াসির আরাফাত শুভ
লেখক সাংবাদিক ও কলামিস্ট      
copyright: @Yasir Arafat Shuvo  

Comments