কবিতাঃ ধর্ষিতা | লেখিকাঃ স্নিগ্ধা আলম মেঘলা | নারী শাসিত দেশে আজ নারীরাই কেন অসহায়? Provat Bangla tv
ধর্ষিতা
স্নিগ্ধা আলম মেঘলা
নারী,
তুমি আজ বড্ডই একা,
বিপদে পাও না তুমি কারো দেখা।
নারী আজ তুমি সত্যিই বড় একা,
এই সমাজে তোমার নেই কোনো সখা।
নারী, আজ তুমি
নিরাপত্তাহীনতায় ভুগছো সকাল-সন্ধ্যা-রাতে,
নিরপদ নও তুমি
আপন জনেরও সাথে।
নারী,
দাঁড়িয়ে আছ তুমি
প্রতিনিয়ত মৃত্যুর মুখোমুখি।
তোমার অস্তিত্বের উপর হয়
সকল পুরুষের চোখাচোখি।
সোনালি স্বপ্নে হয়না রঙিন তোমার জীবন রাঙ্গা,
কলুষিত এই সমাজে হও তুমি
বারেবারেই ধর্ষিতা।
দিগন্তের বিশাল আকাশের মতো
তোমার রয়েছে কত স্বপ্ন,
পূরণ করতে দেই না এই সমাজ,
নারী বলে করে ছিন্নভিন্ন।
এই হলো সমাজ,
যেখানে নেই কোনো নারীদের নিরাপত্তা।
তাই হচ্ছে প্রতিনিয়ত প্রত্যেক নারীই ধর্ষিতা।
Comments
Post a Comment