৬০% না কি ১০০% এ নিয়ে সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে Provat Bangla tv
৬০% না কি ১০০% এ নিয়ে সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে Provat Bangla tv
বার্তা বিভাগঃ ইয়াসির আরাফাত শুভ
রংপুরের সনামধন্য অরাজনৈতিক সংগঠন
সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদ রংপুর,
যারা কাজ করে রংপুর
সর্ব স্তরের শিক্ষার্থীদের সার্বিক সমস্যা নিয়ে।
বর্তমানে মেস ভাড়া নিয়ে নতুন করে যে মেস মালিক কর্তৃপক্ষ সমস্যা সৃষ্টি করেছে তার ফলে সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক কমিটির মিটিং ডেকে মোঃ মাহবুবুজ্জামান মাসুম এর সভাপতিত্বে এবং শেখ রিয়াল আহমেদের পরিচালনায় সকল সদস্যদের পরামর্শ নিয়ে একটি চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে!
সিদ্ধান্তটি হলোঃ
শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত মেসের সকল সদস্যদের ক্ষেত্রে ভাড়া ৬০% ধার্য্য করার দাবি জানানো হবে (মেসে থাকলেও/না থাকলেও/মেস ছেড়ে দিলেও)।
এই দাবি নিয়ে আগামী ০১ নভেম্বর এর পরিবর্তে ৫ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে কারমাইকেল কলেজ গেট পর্যন্ত দীর্ঘ মানববন্ধনের ডাক দিয়েছে এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
Comments
Post a Comment