ধর্ষন ও নারী নির্যাতন এর বিরুদ্ধে এবং ধর্ষনকারীর দ্রুত বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন Provat Bangla tv

প্রতিনিয়ত ধর্ষন ও নারী নির্যাতন এর প্রতিবাদে 
এবং ধর্ষনকারীর দ্রুত বিচারের দাবিতে 
মাঠে নেমেছে রংপুরের সর্ব স্তরে 
শিক্ষক শিক্ষার্থী এবং সাধারণ জনগণ Provat Bangla tv     

  

নিজস্ব প্রতিবেদনঃ ইয়াসির আরাফাত শুভ     

নারীকে যেখানে সম্মানের চোখে দেখার কথা 
সেই খানে আজ নারীর সম্মান বাচানোর জন্য 
প্রতিনিয়ত রাস্তায় প্রতিবাদ করে যেতে হচ্ছে। 
নোয়াখালী জেলার চৌমুহনিতে ঘটে যাওয়া 
গৃহ বধু কে বিবস্ত্র করে নির্যাতন করা হয়েছে ও সামাজিক যোগাযোগ ফেইসবুকে ভিডিও পোস্ট করে জড়িতরা। 
ধর্ষন ও নারীর নির্যাতনের প্রতিবাদে 
৫ অক্টোবর বিকাল ৫ টার সময় 
রংপুর প্রেসক্লাবের সামনে 
মানববন্ধন করেছে বৃহত্তর রংপুর বিভাগের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
উক্ত মানববন্ধনে সকলের 
একটাই দাবি ছিলো যে ধর্ষক এর 
মেডিকেল টেষ্টের মাধ্যমে শনাক্ত করে 
৪৮ ঘন্টার মধ্যে ফাঁসি প্রদান করা। 

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন 
রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 
অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ এবং 
শিক্ষক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ লোকজন।

মানববন্ধনে বক্তারা আক্ষেপ প্রকাশ করে 
বলেন যে এভাবে যদি ধর্ষনকারীদের দ্রুত 
বিচারের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর না করা হয়!
তাহলে এই সোনার বাংলা 
একদিন ধর্ষনের স্বর্গ রাজ্যে পরিনত হয়ে যাবে।                   
  

      
Copyright @Provat Bangla tv  

Comments