সুখের খুঁজে থাকা সকাল ও একদিন নির্যাতনের গল্পের ছড়িয়ে যায় Provat Bangla tv

সুখের খুঁজে থাকা সকাল ও 
একদিন নির্যাতনের গল্পের ছড়িয়ে যায়



 
 লেখক- মেহেরাজ হাসান রাজু
      কুমিল্লা জেলা প্রতিনিধি
        দৈনিক প্রভাত বাংলা

  নতুন দিনের নতুন সূর্য উদিত ক্ষণ তো এমন হওয়ার কথা ছিলো না। কথা তো ছিল শরৎ এর কাশফুলে চেয়ের যাওয়ার সাধাদের আবরণ এর গল্প। কথা তো ছিলো এক জীবন্ত কিংবদন্তি, বাংলার ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রের জন্মদিনে উজ্জীবিত হওয়ার গল্পে। কথা তো ছিল, নতুন সকালের ধারাতে নতুন কে আগমন করে নিজে নতুন করে মেলে ধরার। কেনো হলো এমন? কেনো হতে দিলো না সূখের ঝনঝনানি? কেনো বারে বারে আঘাতে ঝরে পড়ে রক্তের লাল ঝংকার? কেনো মানুষ রুপি শুঁকুনদের বারে বারে দে হানা? কেনো ঝরিয়েছে ৭১ এ এতো গুলো প্রাণ? 
কেউ কি দিবে এমন হাজার ও প্রশ্নের উত্তর? কেউ কি পারবে বন্ধ করতে প্রতিটি কন্ঠে থেকে ছড়িয়ে আসা এমন হাজার ও প্রশ্নের করুণ সুরে ধ্বনি? কেউ কি নেই? 
তবে কি মানুষরূপী জানোয়ারদের কাছে জিম্মি থাকতে হবে, স্বাধীন নাম ধারি পরাধীন সোনার বাংলাকে। তবে কি মুক্ত ভাবে কথা বলা, মুক্ত ভাবে সাম্যতা নিয়ে পারবো না রাস্তা চলাচল করতে? 
যদি এমন এ হওয়ার কথা ছিল তবে কেনো এই দেশে নজরুল, সুফিয়া কামাল,বেগম রোকেয়ার মত অনেকই সমান অধিকার নিয়ে চলার আহবান করে গেছেন?
আচ্ছা আমাদের মাননীয় সরকার প্রধান ও তো একজন নারী। আমরা পুরুষ হয়ে যেখানে লজ্জায় মূখ ডাকা দিতে বাধ্য হচ্ছি। সেখানে আপনি নিজের নারী হয়ে কি একটু ও লজ্জা পাচ্ছেন না? 
এই তো কিছু দিন আগেই জাতিসংঘের এক ভাষণের নারীর ক্ষমতায় নিয়ে বিস্তর কথা বললেন. বিশ্বকে আহবান করলেন. নারীদের ক্ষমতায়ন নিয়ে মনযোগী হতে।
আচ্ছা একটা কথা বলুন তো,যে দেশের আপনি নারীদের সূরক্ষা দিতে ব্যর্থ হচ্ছেন, সে দেশে নারীর ক্ষমতায়ন কি করে বৃদ্ধি করবেন? 

আর কত?  আর কত? আর কত? 
এমন প্রশ্নের যেনো ভিতর ঘরে কান্নার আহাজারি ছড়িয়ে বেড়ায়।
এই বার অন্তত একটা সুরাহা করুন, হয় নারীকে নিরাপৎ করুন। না হয় নারী পোশাকে বিলুপ্ত করুন। ইজ্জৎ লুঠে নেওয়া কে বৈধতা দিয়ে দিন।

Comments