মেস ভাড়া নিয়ে নতুন করে উদ্ভুত সংকট মোকাবিলায় সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের খোলা চিঠি Provat Bangla tv

মেস ভাড়া নিয়ে নতুন করে উদ্ভুত সংকট মোকাবিলায় সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদের খোলা চিঠি Provat Bangla tv      বার্তা বিভাগঃ ইয়াসির আরাফাত শুভ     



মেসে অবস্থান করলেও এবং না করলেও ৬০% ভাড়া বহাল রাখার দাবিতে আমরা রংপুরস্থ সকল শিক্ষার্থীদের নিয়ে একটি মানব বন্ধন করছি (৫ নভেম্বর,সকাল ১০:৩০ ঘটিকায়) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট থেকে কারমাইকেল কলেজ গেট পর্যন্ত।  

মেস মালিক দের অমানবিক সিদ্ধান্ত রুখে দিতে সকলে মানব বন্ধনে যোগ দিন।  

কিছু কিছু মেসে না থাকলেও ফুল ভাড়া দিতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ৭০% শিক্ষার্থী টিউশনি করিয়ে মেস ভাড়া দিতো,টিউশনি বন্ধ বা করোনা কালীন সময়ে ফুল ভাড়া দেয়াও এখন  কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে। 

মানবিক দিক থেকে বিচার বিবেচনা করে "সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদ,রংপুর " সকল শিক্ষার্থীর সমসাময়িক জটিলতা এড়ানোর উদ্দেশ্য মানব বন্ধনের ডাক দিয়েছেন। 

আপনারা সকলে ইভেন্টে যোগ দিন(ইভেন্টে ঢুকে গোয়িং দিন) ও ইনভাইট করে সকলকে জানিয়ে দিন। 




আমরা নিশ্চিত আমাদের সমস্যা একত্রিত হয়ে জোরালো ভাবে তুলে ধরলে বিষয় টি সকলের দৃষ্টিগোচর হবে, ইনশাআল্লাহ। 

আমরা একত্রিত হয়ে জোরালো ভাবে আমাদের দাবি তুলে না ধরলে কোন কাজ হবেনা। 

যেসব মেস মালিক শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের নাম উল্লেখ করে শিক্ষার্থীদের প্রতি সদয় হওয়ার জন্য অনুরোধ জানাবো। তাতেও কাজ না হলে মানব বন্ধনের মাধ্যমে সেই সব মেস বয়কট করবো।

মেসের ভাড়া বা অন্যান্য যেকোন সমস্যা শুধু ছেলেদের নয়,৪০%(প্রায়)  শিক্ষার্থী মেয়ে।  তাই মানব বন্ধনে আপনাদের (মেয়েদের)  উপস্থিতি বিশেষ ভাবে কাম্য। 
,
ভাড়া সংক্রান্ত ৭০% সমস্যা মেয়েদের মেসেই বেশি ছিলো, মাঠে আসুন আমাদের সাথে যোগ দিন এবং সমস্যা গুলো সমাধানে আপনারাও অংশ নিন। 

আপনাদের (মেয়েদের)  অংশ গ্রহণ বিশেষ ভুমিকা রাখবে। 

আমাদের সমস্যা সমাধানে আমরা নিজেরা যদি এগিয়ে না আসি তাহলে গুটিকয়েক মানুষ হাজার চেষ্টা করেও খুব একটা লাভ হবেনা।

তাই নিজ নিজ জায়গা থেকে নিজে মানব বন্ধনে যোগ দেই এবং আশেপাশের সকলকে যোগ দেয়ার জন্য আহবান জানাই।

আসুন সবাই মিলে মানব বন্ধনের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান করি।



-নাহিদ
 যুগ্ম আহবায়ক,সাধারণ শিক্ষার্থী কল্যাণ পরিষদ, রংপুর।

https://fb.me/e/3aWYlUuAa

Comments