তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তায়্যপ এরদোগানের সাথে সাক্ষাৎ করেছেন মাসুদ মান্নান - Provat Bangla tv
তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তায়্যপ এরদোগানের সাথে
সাক্ষাৎ করেছেন মাসুদ মান্নান - Provat Bangla tv
আন্তর্জাতিক সংবাদঃ ইয়াসির আরাফাত শুভ
১৫ ডিসেম্বর তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তায়্যপ এরদোগানের
সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন
তুরস্কে নবনিযুক্ত হাইকমিশনার মাসুদ মান্নান।
এসময় তিনি তুর্কী প্রেসিডেন্টের
নিকট তার পরিচয় পত্র তুলে দেন।
এছাড়াও তুরস্কে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এট্যাশেসহ বাংলাদেশ এম্বাসির অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন। তুর্কী প্রেসিডেন্ট এসময় বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক জোরদার করার প্রত্যয় ব্যাক্ত করেন।
Source: TRT world




Comments
Post a Comment