কে এই জননেতা সাফিউর রহমান সফি? কতটা বাঁধা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আজ এই অবস্থানে? Provat Bangla tv
একজন সাফিউর রহমান সফি এ যেন বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি।
ব্যাক্তি জীবন
জননেতা সাফিউর রহমান সফি জন্ম গ্রহণ করেন
১৯৬৩ সালে বৃহত্তর রংপুর জেলার বুড়ির হাট হারাটিতে।
বর্তমান যা রংপুর সিটি করপোরেশন এর ৫নং ওয়ার্ড এর আওতাধীন মহল্লার নাম হারাটি আদর্শ পাড়া।
বাবা জনাব মোঃ দৌলত রংপুর (মেম্বার)
এবং মাতা জনাবা মোছাঃ রমিছা বেগম এর ৫ম ছেলে ও ২ মেয়ের মধ্যে তিনি ছেলেদের মধ্যে ২য় সন্তান।
তিনি তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু
করেছিলেন হারাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
তিনি তার উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পুর্ন
করেন সনামধন্য বুড়ির হাট উচ্চ বিদ্যালয় থেকে।
তার পর ইন্টারমেডিয়েট পড়ার জন্য ভর্তি হন রংপুর সরকারি কলেজে সেখান থেকে তিনি ছাএ রাজনীতিতে প্রবেশ করেন এবং বঙ্গবন্ধু চেতনা আদর্শের প্রেমে পড়ে যায়।
এই রংপুর সরকারি কলেজ থেকেই তার রাজনৈতিক উত্থান।
তিনি ১৯৯১ সালে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার উলিপুরে অনন্তপুর গ্রামে ঐতিহ্যবাহী মাষ্টার পরিবারের জনাব মোহাম্মদ আবুল মাষ্টার এর ও মোছাম্মাদ নুরজাহান বেগম এর বড় কন্যা মোছাম্মাদ লাভলী বেগম এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
তাদের ঘরে রয়েছে একটি পুএ সন্তান যার নাম আসিফ নেওয়াজ শয়ন যিনি আহসানউল্লা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স ও ইন্জিনিয়ারিং থেকে বিএসসি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পুর্ন করেছেন।
ছাএলীগ এর সোনালী ফসল তৃণমূল থেকে
বেড়ে ওঠা একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।
যিনি ছাএ জীবনের শুরুতে মেধা যোগ্যতা দক্ষতার প্রমাণ দিয়ে রংপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সাবেক সফল এজিএস হয়েছিলেন।
শত বর্ষের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উত্তর জনপদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক ছিলেন।
বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাএলীগ এর রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ছিলেন।
রংপুর সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পর থেকে রংপুর মহানগর আওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি যার সুদক্ষ নেতৃত্বে রংপুর মহানগর আওয়ামী পরিবার আজ শক্তিশালী ও সুসংগঠিত।
অনেকেই হয়তো বা মনে করতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলি ২০০১-২০০৮ সাল পযন্ত বিএনপি জামায়াত ও পরবর্তীতে অবৈধ ফখরুদ্দিন মঈনউদ্দীন সরকারের সময়!
যখন আওয়ামী লীগ এর পার্টি অফিস প্রায় খুব কম মানুষের আশা যাওয়া থাকতো ঠিক সেই সময়,
শত হামলা মামলা মাথার উপর নিয়ে যে লোকটি প্রহরী মতো রংপুর জেলা আওয়ামী লীগ এর পার্টি অফিস পাহারা দিতো এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতো তিনি আমাদের সফি ভাই।
সেই শ্রদ্ধাভাজন,মেধাবী,পরিশ্রমী, রংপুর মাটি ও মানুষের জননেতা হিসাবে সবার কাছে পরিচিত, যার মাঝে সাধারন মানুষ খুজে পায় বঙ্গবন্ধুর প্রতিছবি তিনি সকলের প্রিয় নেতা।
মোঃ সাফিউর রহমান সফি
পরিশেষে এতটুকু কথা বলবো,
সাফিউর রহমান সফি এর সমালোচনা করা খুবই সহজ
কিন্তু একজন সাফিউর রহমান সফি হওয়া
এতটাই সহজ নয়।
কলমে
ইয়াসির আরাফাত শুভ
Comments
Post a Comment