স্কাউটিং এ প্রথম পিএইচডি ডিগ্রি পেলেন বাংলাদেশের (গংগাচড়ার কৃতিসন্তান) ঈসা মোহাম্মদ - Provat Bangla tv

স্কাউটিং এ প্রথম পিএইচডি ডিগ্রি পেলেন বাংলাদেশের (গংগাচড়ার কৃতিসন্তান) ঈসা মোহাম্মদ - Provat Bangla tv


বিশ্বব্যাপী প্রচলিত স্কাউটিং আন্দোলন প্রতিষ্ঠার ১১৪ বছর পর কাউটিং বিষয়ে প্রথম পিএইচডি ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের ঈসা মোহাম্মদ। ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (২২ ডিসেম্বর, ২০২০) এর অ্যাকাডেমিক কাউন্সিলের ১১৯ তম সভার সুপারিশক্রমে এবং (১৯ ফেব্রæয়ারি, ২০২১) ২৫০ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী স্কাউটার ঈসা মোহাম্মদকে পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

অভিসন্দর্ভের শিরোনাম “ইসলাম ও স্কাউটিংয়ে শিক্ষাদান পদ্ধতির তুলনামূলক পর্যালোচনা: পরিপ্রেক্ষিত বাংলাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়”। গবেষণাকর্মের তত্বাবধায়ক প্রফেসর ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দীকী (সাবেক ডিন, থিওলজি এÐ ইসলামিক স্টাডিজ অনুষদ, সাবেক চেয়ারম্যান, আল-কুরআন এÐ ইসলামিক স্টাডিজ বিভাগ) অধ্যাপক, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। পরিক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন- প্রফেসর ড. মোহাঃ ইউনুছ (সাবকে চেয়ারম্যান, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

উল্লেখ্য যে, ড. ঈসা মোহাম্মদ এর আগে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স (থিসিস গ্রুপ) ও এম.ফিল. ডিগ্রি লাভ করেন। তাঁর এম.ফিল. অভিসন্দর্ভটিও স্কাউটিং বিষয়ক (তিনিই প্রথম স্কাউটিং সংক্রান্ত এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী) এমফিল অভিসন্দর্ভের বিষয়- ইসলামের দৃষ্টিতে স্কাউটিং: একটি পর্যালোচনা। ড. ঈসা মোহাম্মদ তাঁর গবেষণাকর্মের তত্তাবধায়ক , অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকদের শ্রদ্ধা জানান।

ড. ঈসা মোহাম্মদ, রংপুর জেলার অন্তর্গত গঙ্গাচড়া উপজেলার কিশামত হাবু গ্রামের মোঃ আব্দুল কুদ্দুস ও শামসুন্নাহার বেগম এর পুত্র। তিনি ন্যাশনাল পাবলিক কলেজ, বহদ্দারহাট, চান্দগাঁও, চট্টগ্রাম এর প্রাক্তন অধ্যক্ষ। রংপুরের এ কৃতিসন্তান গবেষণাকর্মের তত্ত্বাবধায়ক, পিএইচ.ডি. গবেষণাকর্মে প্রেষণাদানকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান। ভাই-বোন, আপনজন, বন্ধু, দরদী ও শুভাকাঙ্খী সবার নিকট তিনি দোয়াপ্রার্থী।

সংবাদ সংগ্রহ ও সংযোজনঃ
ইয়াসির আরাফাত শুভ 

Comments