সিলেটের লোভাছড়া সীমান্তবর্তী এলাকায় ৩টি বন্দুক, ১৬গুলি ও ধারালো দা’সহ দুই ভারতীয় আটক Provat Bangla tv
সিলেট সীমান্তে আগ্নেয়াস্ত্র সহ ২ ভারতীয় অনুপ্রবেশকারী আটক
আপডেটঃ
সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্তবর্তী এলাকা থেকে ৩টি একনলা বন্দুক, ১৬পিস শিসা গুলি ও ধারালো দা’সহ দুই ভারতীয় খাসিয়াকে আটক করেছে বিজিবি।
বুধবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী ১৩২৪নং মেইন পিলারের অভ্যন্তর থেকে তাদেরকে আটক করে বিজিবি লোভাছড়া ক্যাম্পের সদস্যরা। এরপর রাত ৯টার দিকে আটককৃতদের কানাইঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান, বাংলাদেশ সীমান্তের উপারে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের বেশ কিছু খাসিয়ারা বাংলাদেশের ভিতরে অস্ত্রশস্ত্র নিয়ে অনাধিকার প্রবেশ করে। এতে তিনিসহ সেখানে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাদেরকে আটকের চেষ্টা করলে দু’জন ব্যতিত সবাই পালিয়ে ভারতের ভিতরে চলে যায়। এ সময় ৩টি একনলা বন্দুক, ১৬টি শিসার গুলি, ৩টি ধারালো দা ও ১টি ছোরা সহ শ্রী তাও (৬৫) ও শ্রী ব্রাজিল (৪৯) নামে দুই ভারতীয় খাসিয়াকে আটক করতে সক্ষম হয় বিজিবি।
আটককৃতরা ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দা।
এ ঘটনায় লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে ও অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। অভিযোগ দায়ের করে তিনি বলেন ভারতীয় খাসিয়ারা সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জন্য হয়তো জড়ো হয়েছিল।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, দুই ভারতীয় খাসিয়ার বিরুদ্ধে থানায় অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দু’টি পৃথক মামলা হয়েছে।
উল্লেখ্য মাত্র ১ দিন আগে সিলেট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে ১ বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়।
Comments
Post a Comment