আদর্শ মানুষ ও সুন্দর জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা কেমন হওয়া দরকার? মোহাম্মদ সাফিউর রহমান স্বাধীন - Provat Bangla tv

আদর্শ মানুষ ও সুন্দর জাতি গঠনে মাদ্রাসা শিক্ষা কেমন হওয়া দরকার? মোহাম্মদ সাফিউর রহমান স্বাধীন - Provat Bangla tv  


বাংলাদেশে ১৩ হাজার ৯০২ টি কওমি মাদ্রাসায় আনুমানিক (১৪-১৮) লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষা গ্রহণের উদ্দেশ্য মূলত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ এবং বিশ্বমানের দক্ষ,মেধাসম্পন্ন মানুষ তৈরি করা। 

কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কওমি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ও তার মূল্যায়ন এবং সমাজে সেই শিক্ষার ভূমিকা নিয়ে রয়েছে অস্পষ্টতা। সদ্য দাওরায়ে হাদিসকে মাষ্টার্স সমমান মর্যাদা দেওয়া হলেও এর অন্যান্য স্তরের মান এখনো নির্ধারন করা হয়নি। ২০১৩ সালের ১৫ এপ্রিল গঠিত কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনটি এখনো আলোর মুখ দেখেনি।

নির্দিষ্ট মৌলিক দর্শন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ও প্রদান করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। এর উপর নির্ভর করে ভবিষ্যতে রাষ্ট্রের প্রতি ঐ নাগরিকের দায়িত্ব ও আচরণ।

মেধায়,মননে,রুচি ও নীতিবোধে, বাংলা ও বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে এই কোমলপ্রাণ শিক্ষার্থীদের গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলের। 

কওমি শিক্ষাকে যুগোপযোগী করে বিশ্বমানের আলেম তৈরিতে, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় ও আধুনিকায়নে জোর নজর দেবার এখনই সময়। 

নয়তোবা আমাদের এই বিশাল প্রজন্মের কওমি শিক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করলে ভবিষ্যৎ এই প্রজন্মটিকে পঙ্গু করে অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হলেও মেধা ও জাতিগত উন্নয়ন সম্ভব নয়।

কলমে
মোহাম্মদ সাফিউর রহমান স্বাধীন
সংবাদ সংগ্রহ 
ইয়াসির আরাফাত শুভ 

Comments