লকডাউন পরিস্থিতি এবং বাংলাদেশ - কলমেঃ আফরিন মৌরি Provat Bangla tv
লকডাউন পরিস্থিতি এবং বাংলাদেশ!
"কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝি না"
করোনার প্রকোপ যখন কমে আসছিলো তখন যদি আমাদের দরকার ছিলো আরেকটু সাবধানতা! কিন্তু না আমরা সেটাকে গুরুত্ব না দিয়ে আমরা ভিড়ের সৃষ্টি করেছি সেটার ফল আবার লকডাওনের!
গত ৮ ই মার্চ ২০২০ প্রথম করোনা রোগী শনাক্ত হয় তারপর ১৫/১৬ মার্চ ২০২০ থেকে স্কুল কলেজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার দাবি জানায়!
তারপর যখন করোনার প্রকোপ বেড়েই চলেছে তখনি সরকার প্রথম কয়েকটা জায়গায় লকডাওন দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সরকারের এই পরিকল্পনার কোনো প্রভাব ফেলি নি বরং বাড়তে থাকে কোভিড-১৯ এর প্রকোপ!
তারপর সরকার পুরো দেশে লকডাউনের সিদ্ধান্ত নেয়!
তারপর যখন করোনার প্রকোপ কিছুটা স্বাভাবিক হয়!
বাংলাদেশ সরকার ভ্যাকসিনের আনায়!
অনেকে প্রথম ডোজ দিয়েই ভাবে আমার আর করোনা হবে না অথচ এই তথ্যটা সম্পূর্ণ ভুল!
আর তখন থেকেই শুরু হয় মানুষের আবার গ্যাদারিং!
রাস্তাঘাট,শপিংমল এমনকি বাদ থাকে নি কক্সবাজার, সেন্টমার্টিনও!
যার ফলশ্রুতিতে আবারো ২০২১ সালে আবারো করোনা ভয়াবহ রুপ নিয়ে হাজির হয়!
সরকার আবার ঘোষণা দেয় লকডাউনের!
যে যেখানে আছে সেখানেই থাকার কথা বলে!
বাসা থেকে বের হওয়া একদম ই নিষেধ বের হলেই পুলিশের লাঠিচার্জ আর জরিমানা আকাশচুম্বী! কিন্তুু মানুষের আহাজারি শুরু হয় তখন থেকেই!
ঘরে নেই খারাব সে কি ঘরে বসে থাকবে?
চারিদিকে হাহাকার লেগেই থাকে,চাকরি চলে যায় হাজার হাজার মানুষের, বেতন বন্ধ থাকে কতো নিম্নবিত্ত আর মধ্যবিত্ত দের!তাদের মধ্যে অনেকের অবস্থা না খেয়ে দিন পার করছে!
আর অন্যদিকে আরেক শ্রেনী যারা দিন আনে দিন খায় তাদের ক্ষুধার দায় কে নিবে?
বাংলাদেশ উন্নয়নশীল তবে কিন্তু গরীব বলাও চলে গরীব দেশ বাংলাদেশের পক্ষে সম্ভব না যে সবার কাছে পর্যাপ্ত পরিমান খাবার পৌঁছে দিবে!
এতে করে নিম্নবিত্তরা না খেয়ে কাটাচ্ছে দিনের পর দিন!
অন্যদিকে যাতায়াত ব্যবস্থার পরিস্থিতি খুবই খারাপ!
যাতায়াত ভাড়া ডাবল করা হয়েছে ঠিকি কিন্তু মানুষের গ্যাদারিং কিন্তু ঠিকি কমছে না!
তাছাড়াও বাজারের দ্রব্যমূল্যর দাম আকাশচুম্বী একদিকে কোনো রোজকারের মুখ নেই তারউপর দ্রব্যমূল্যর এতো দাম সাধারণ মানুষ কি করবে?
সবকিছুর পরেও আমাদের সকলে মিলে এই প্রতিজ্ঞা করতে হবে যে গুরুতর কোনো প্রয়োজন না হলে "ঘরের বাইরে বের হবো না এবার সচেতন থেকে করোনা দূর করেই ছাড়ব!"
আফরিন মৌরি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, নির্বোধ - দ্যা লিটারেচার সলূয়েশন বাই তান_রাত গ্রুপ বাংলাদেশ
Comments
Post a Comment