আবু ত্বহা আদনানের সন্ধানের দাবিতে তিন দিনের আলটিমেটাম তার সহ-পাঠীদের Provat Bangla tv

নিখোঁজ ইসলামিক ইউটিউবার বক্তা আবু ত্বহা আদনান ও গাড়িচালক আমীর উদ্দিন এবং অন্য দুই সফরসঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন


রংপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থী নিখোঁজ ইসলামিক ইউটিউবার বক্তা আফসানুল আদনান ওরফে আবু ত্বহা আদনান ও গাড়িচালক আমীর উদ্দিন এবং অন্য দুই সফরসঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্কুলটির সাবেক শিক্ষার্থীরা। তিন দিনের মধ্যে সন্ধান না দিলে লাগাতার আন্দোলনের হুমকি দেয়া হয়েছে মানববন্ধনে।

বৃহস্পতিবার বেলা ১২টায় স্কুলের সামনের এই মানববন্ধনে অংশ নেন সাবেক শিক্ষার্থীসহসহ শিক্ষকরা। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহাবুব আরা লিনা, শিক্ষক বাশেদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী রাকিবুল বাশার রাকিব, সিয়াম ইবনে সিদ্দিক, আমিরের ভাই মোহাম্মদ ফাহিম প্রমুখ।


 
এ সময় বক্তারা তিন দিনের মধ্যে আদনান আমিরসহ চারজনকে জীবিত অবস্থায় উদ্ধারের দাবি জানিয়ে বলেন, গাড়িসহ চারটি মানুষ এভাবে রাজধানী থেকে নিখোঁজ হয়ে গেল। অথচ ঘটনার ৭ দিন পরেও তাদের কোনো ধরনের সন্ধান দিতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী। এটা নিখোঁজ নয়। তাকে গুম করা হয়েছে। এতে তার পরিবারসহ রংপুরবাসী আমরা উদ্বিগ্ন ও শঙ্কিত।

বক্তারা বলেন, একজন তরুণ ইসলামিক স্কলারকে কোনোভাবেই যেন গুম কিংবা তার কোনো ক্ষতি না হয় সেটি নিশ্চিত করতে হবে সরকারকে। এ সময় বক্তারা বলেন, তিন দিনের মধ্যে তাদের ফিরিয়ে না দিলে লাগাতার আন্দোলন শুরু করা হবে।

গত ১০ জুন ঢাকার গাবতলী থেকে নিখোঁজ হন ত্বহা আদনান, তার সফরসঙ্গী ফিরোজ আলম, আব্দুল মুহিত আনছারী ও গাড়িচালক আমির উদ্দিন। এ ঘটনায় রংপুর কোতয়ালী থানা ও মিঠাপুকুর থানায় সাধারণ ডায়েরি এবং ঢাকার পল্লবী থানায় অভিযোগ দায়ের হয়েছে।

Comments