আগুনে পুরে ৫২ জনের মৃত্যু, মানুষের জীবনের মূল্য তুচ্ছ হয়ে গেছে / কলমে মো সাফিউর রহমান সফি - Provat Bangla tv
আগুনে পুরে ৫২ জনের মৃত্যু, মানুষের জীবনের মূল্য তুচ্ছ হয়ে গেছে কলমে /মো সাফিউর রহমান সফি - Provat Bangla tv
সম্পাদকীয়
মানুষের জীবনের মূল্য তুচ্ছ হয়ে গেছে
রূপগঞ্জে একটি কারখানায় আগুনে ৫২ জন শ্রমিকের মৃত্যু। মনে হচ্ছে ওরা মানুষ নয়।
এর আগে সাভারে রানাপ্লাজা ট্রাজেডিতে শতাধিক শ্রমিক পুরাণ ঢাকার কয়েকবার রাসায়নিক গুদামে আগুন লাগায় বহু শ্রমিক মৃত্যুবরণ করেন।
আমাদের দেশে আগে বিভিন্নভাবে মানুষের নিজস্ব উদ্দোগে বসতবাড়িতে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠেছে।
কিন্তু এখন দেশে শিল্প কলকারখানার অবস্থান একটি আদর্শ মানসম্মত পর্যায়ে এসেছে।
ফলে আমাদের শিল্প কলকারখানাগুলো বসতবাড়ি থেকে স্হানতরীর করে পন্যভিত্তিক আলাদা আলাদা শিল্প ইউনিট গড়ে তোলার।
প্রতিটি কারখানায় বায়ু ও পানি দূষণরোদকারী যন্ত্র স্থাপন সহ পরিবেশ অধিদপ্তর ও ফায়ারব্রিগেডের ছাড়পত্র অবশ্যই গ্রহণ বাধ্যতামূলক করতে হবে।
নাহলে লাশের মিছিল বাড়তেই থাকবে।
এভাবে চলতে থাকলে আমাদের শিল্পায়ন একসময় মুখ থুবড়ে পরবে।
কলমে
জননেতা মোঃ সাফিউর রহমান সফি
সভাপতি রংপুর মহানগর আওয়ামী লীগ
Comments
Post a Comment