ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক করলে বাংলাদেশের কতটুকু লাভবান হবে? ইয়াসির আরাফাত শুভ Provat Bangla tv
ইরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক
করলে বাংলাদেশের কতটুকু লাভবান হবে?
ইরানের অর্থনীতির প্রধান হচ্ছে তেল, গাড়ি রপ্তানি ও মসলা রপ্তানি। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ সহ বিভিন্ন ধরনের মসলা কিনে।আবার ভারতের যখন মনে চায় তখন তারা রপ্তানি বন্ধ করে দেয়। অথচ পৃথিবীর ৮৫% মসলা ইরান উৎপাদিত করে।তার মান ভারত হতে কয়েকশো গুণ ভালো।তাহলে কেন শুধু ভারত থেকে এসব আমদানি করতে হবে, ইরান কেন নয়??
বাংলাদেশ তেল কিনে কয়েকগুণ বেশি টাকা দিয়ে কিন্তু ইরান থেকে তেল নিলে তা কম দামে নিতে পারবে।
বাংলাদেশ ইরান থেকে আমদানি করলে, ইরানও বাংলাদেশ থেকে অনেক কিছু আমদানি করতো।
যেমন তৈরি পোশাক আরও অনেক কিছু।
তাহলে মিনিমাম ভারতের মতো হতো না।
ভারত বাংলাদেশে রপ্তানি করে ৯ বিলিয়ন ডলার আবার আমদানি করে ৯০০ মিলিয়ন ডলার।
ইরানের কাছ থেকে যদি পাঁচ বিলিয়ন আমদানি করে, ৪বিলিয়ন রপ্তানি করা যায়।
তাহলে তোহ্ আমরা আগের থেকে আরও ভালো অবস্থানে যেতো পারবো অর্থনৈতিক ভাবে।
আবার এর ফলে বাংলাদেশ পাবে প্রকৃত বন্ধু দেশ।
ভারত কিন্তু আমাদের প্রকৃত বন্ধু দেশ না।
তবে সব নির্ভর করবে ইরানের উপর আবার নিষেধাজ্ঞা পড়ে কিনা তার উপর।
#বাংলাদেশ_ইরান🇧🇩🇮🇷
কলমে
ইয়াসির আরাফাত শুভ
Comments
Post a Comment