"স্পন্দন" এর নবনির্বাচিত কমিটির সভাপতি নিপা পাল সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান Provat Bangla tv
"স্পন্দন" এর নবনির্বাচিত কমিটির সভাপতি নিপা পাল সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান Provat Bangla tv
নিজস্ব প্রতিবেদনঃ ইয়াসির আরাফাত শুভ
উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান
কারমাইকেল কলেজের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন "স্পন্দন" এর নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন কারমাইকেল কলেজের অন্যতম পরিচিত মুখ নিপা পাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কারমাইকেল কলেজের অন্যতম জনপ্রিয় ব্যাক্তিত্ব মোঃ আব্দুল আজিজ খান।
কারমাইকেল কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে শুদ্ধ সাংস্কৃতির বিকাশের জন্য
ʼনাট্য বীক্ষনে ধরা পড়ুক সমাজের বিষাক্ত জীবানুʼ
এই স্লোগানকে ধারন করে ১৯৯১ সালের ৬ নভেম্বর প্রতিষ্টিত হয় স্পন্দন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনটি।
কারমাইকেল কলেজের সর্ব প্রাচীন এই সংগঠনটির ২৯ বছর পূর্তি উৎসবে ২০২০-২১ কার্যপরিষদ পরিচালানর জন্য এই কমিটি গঠিত হয়।
এতে নিপা পাল সভাপতি নির্বাচিত হন
এবং স্পন্দনে জনপ্রিয়তার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য ২য় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় আজিজ খানকে।
দীর্ঘ ২৯ বছরের ইতিহাসে ২য় ব্যক্তি হিসবে অনার্স শেষ করার পূর্বেই ২ বার ʼসাধারণ সম্পাদকʼ হয়ে হয়ে রেকর্ড গড়েন।
নাটকের পাশাপাশি নাচ,গান,কবিতা আবৃত্তি,উপস্থাপনা, শুদ্ধ উচ্চরন,বাদ্য যন্ত্র বাজানো,সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে চর্চা হয় সংগঠনটিতে।
সংস্কৃতি চর্চায় কারমাইকেল তথা উত্তর অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।
অনেক খ্যাতিমান ব্যক্তির জন্ম দিয়েছে এই সংগঠনটি।
ঢাকা এ্যাটাক,অপারেশন সুন্দরবন খ্যাত পরিচালক দিপংকর দিপনের সাংস্কৃতিক জগতে হাতে খড়ি এই সংগঠনের হাত ধরে।
বিখ্যাত চলচিত্রকর পিন্ট, নাট্যকর মেহেদী হাসান কিংসুর মতো তারকারা এই সংগঠনের আবিষ্কার।
Comments
Post a Comment