মুসলিম দেশগুলোর সব নেতারা হঠাৎ কেনো বাংলাদেশ সফরে এত আগ্রহী হয়ে পড়েছে - Provat Bangla tv

মুসলিম দেশগুলোর সব নেতারা হঠাৎ কেনো বাংলাদেশ সফরে এত আগ্রহী হয়ে পড়েছে - Provat Bangla tv 




বাংলাদেশ সফরে আসার কথা নিশ্চিত করেছে এরদোয়ান, হাসান রুহানি, ইমরান খান তাছাড়াও সৌদি আরবের শাহজাদা মুহাম্মদ বিন সালমান ও বাংলাদেশ সফরে আসতে পারেন। এবছর ডি-৮ এর সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা। সে হিসাবে ইরান, তুরস্ক, পাকিস্তান, মিশর,মালেশিয়া,ইন্দোনেশিয়া, নাউজেরিয়া এসব মুসলিম দেশগুলোর নেতারা বাংলাদেশ সফরে আসতে পারেন। তাছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও সৌদি শাহ্ জাদা সালমান বাংলাদেশে আসতে পারেন। 

বাংলাদেশ বরাবরের মতই সব মুসলিম দেশের সাথে ভালো সম্পর্ক রেখেছে, শুধু পাকিস্তান বাদে। তবে ধারণা করা হচ্ছে সবাই কে চমকে দিয়ে এই স্বাধীন তা দিবসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের কাছে ক্ষমা চাইবেন। যদিএটা হয় তাহলে ইমরান খানও ঢাকা সফরে আসবে। 

বাংলাদেশের সাথে ইরান সিরিয়া সমস্যা নিয়ে অনেকবার কথা বলেছিলো, যেনো বাংলাদেশ সিরিয়া ইয়েমেন ইস্যুৎ তে সব মুসলিম দেশ গুলো কে আলোচনায় বসাতে পারে। এটাই সূযোগ সিরিয়া ইয়েমেন ইস্যুৎ নিয়ে সব দেশের সাথে আলোচনায় বসার।

তেল গ্যাসের ভান্ডার গুলো বাংলাদেশ সফরে আসছে, আপনাদের কী মনে হয় বাংলাদেশের এখান থেকে বিশাল ফায়দা নেওয়া জরুরি দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করলে, আমাদের অর্থনীতি বাড়তে পারে?

সংবাদ বিশ্লেষণঃ ইয়াসির আরাফাত শুভ 

Comments